দেখে তোমার কাজ গুলো।
যায় নাকে সাই দয়াল বলা।।
তোমার দয়াল নামের এমনি গুণ, পান্তা ভাতে মেলে না নুন,
কেউ খায় মৃত মাখন, কার কন্ধে দেও ঝোলা।।
কার নাহি জোটে খেটে-খুটে, পড়ে থাকে ছেঁড়া চটে
দিবারাতি নানান কষ্টে, শোক অনলে হয় কয়লা।।
কেউ সুখ-সাগরে ড়ুব দিয়া রয়, কার কেঁদে কেঁদে জনম যায়
ফুলবাসউদ্দিন ভাবে সদাই, ‘কার নামে জপি মালা।।’
পূর্ববর্তী:
« দেখলাম কি কুদরতিময়
« দেখলাম কি কুদরতিময়
পরবর্তী:
দেখে তোমার কাজগুলা »
দেখে তোমার কাজগুলা »
Leave a Reply