কলি বলে কেন কলিকালকে দোষা হয়।
জ্ঞান-বিজ্ঞানের দ্বারা মনুষ্যত্ব উপজয়।।
সেকালে আদমগণ,
জানতো না কোথায় কোন জন,
তাইতে তো এতো অমিলন,
ধর্ম, শাস্ত্ৰ, সমাজে হয়।।
কোন দেশে কাহার বাস,
কোথা ধর্ম কোথায় প্রকাশ,
এ কালে জেনে এসব,
মনুষ্যজাতি জ্ঞানবুদ্ধি পায়।।
বেদ বাইবেল কোরান ত্রিপিটক,
দুদ্দু বলে জানে তো এসব,
একালের সকল জনায়।।
———-
দুদ্দু শাহ
Leave a Reply