এ দেশের মুসলমানে বড়াই করে,
আমরা বাদশাই জাতির খান্দান রে।
সহস্ৰ বৎসর পূর্বে ভাই
মুসলমানের গন্ধ দেখি নাই,
যত অনার্য শূদ্ৰ ওরাই,
ধৰ্ম ভারত হয় রে।।
তারাই ছৈয়দ খোনকার
বলিয়া কওলয় এবার,
দুঃখে মরি রে বারবার,
দশা এদের হেরি রে।
করে চৌকিদারী পেয়াদাগিরী
দ্বারে দ্বারে ফেরে ঘুরি,
দুদ্দু তাই তো কয় ফুকারি,
বড়াই ভাল নহে রে।।
———-
দুদ্দু শাহ
Leave a Reply