আমার কাদা মাখা সারা হ’লো।
ধর্মমাছ ধরব ব\’লে নামলাম জলে,
ভক্তি-জাল ছিঁড়ে গেল।
কুসঙ্গে সঙ্গ নিলাম,
কুক্ষণে জাল নামালাম,
বিল ঘুণে যদি পাই চাঁদা পুঁটি
লোভ-চিলে লয়ে গেলো।
আর মাছ ধরায়
আর ধর্ম সে সত্য সে
ধর্ম বিলে তু রসিক ভাসবি জলে
একটি জাল ফেলে
তারাই মাছ ধরল ভাল
হিংসা নিন্দা ঘুচবি দীন
এ একটি কতগুলো।
পাঁচটি ভূত নেমে গেছে
ভয়ে পাণ চমকে গেছে
আরো বাকি জন ষোল
যাদুবিন্দু চরণ ভুলে
হয়েছে এলোমেলো।
———-
যাদুবিন্দু
Leave a Reply