এসো ব্যথার ব্যথিত ওগো তুমি আমার সাঁই
তোমার মতো ব্যথার ব্যথি ব্ৰহ্মাণ্ডে কেহ নাই।
দয়ার দরদী হয়ে লুকাইলে কোন শহরে
অধম রাহা পানে চেয়ে বঞ্চিত সদাই।।
তুমি মুছরে দয়া করিলে
নূর তাজেলা দেখাইলে।
দেখা দিয়ে লুকাইলে
এই কি তোমার দয়া হয়।।
দীনবন্ধু জগৎ কর্তা
ভুলনা এই অধমের কথা
দরবেশ নিমাই চাঁদ মোর পরম পিতা
অধম করিম ভাবছে তাই।।
পূর্ববর্তী:
« এসো দয়াল, আমায় পার কর ভবের ঘাটে
« এসো দয়াল, আমায় পার কর ভবের ঘাটে
পরবর্তী:
এসো হে অপারের কাণ্ডারী »
এসো হে অপারের কাণ্ডারী »
Leave a Reply