আমার মনপাখি মিশিতে চায় গিয়ে এসব পাখির দলে
এসব পাখি ফাঁকি দিয়ে উড়ে বেড়ায় বন-জঙ্গলে।।
কত করে করি মানা পাখির এ বাসা ছেড়ে না
সে আমার কথা শোনে না তার সঙ্গে পাখি না বলে।।
শিকলি কেটে ময়না টিয়া এসব পাখির দলে গিয়া
আবোল তাবোল বোল বলিয়া হারা হতে যায়। সে বনে।।
আহা রে জংলা পাখি কেন আমায় দিলি ফাঁকি
মনমোহনের মনআঁখি কেমনে রাখি উল্টা করে।।
————
মনমোহন দত্ত
বিপ্লব পাল
ধন্যবাদ