এই মানব জীবন ভাই
এই আছে আর–এই নাই
যেমন পদ্মপত্রে জল টলে সদাই
তেমনি দেখিতে দেখিতে নাই।
আজ গেল আমার
পরে যাবে কেহ
অনিত্য এই মানবদেহ
তবে কেন অহংকারে বল মত্ত সদাই
যদি যেতে হবে জান নিশ্চয়
তবে বৃথা কেন হারাও সময়
বিত্ত অন্তের উপায়
কর এখন সত্য আশ্রয়
সময় যা যাবার, তা গেছে চলে
আর হারাও কেন মায়ায় ভুলে
এখন কাতর হয়ে
ডাক দীন বন্ধো বলে।।
———-
কাঙাল হরিনাথ মজুমদার
Leave a Reply