শোন ওরে পাগল মন
কেবা পর কেবা আপন
পারের জন্য ঝুরে মন
তুমি কি কারণ।
সাঁই বিনে নাই গতি
দুঃখে সুখে যে জন হয় সাথী
সকলেরই আহার জোগায় জগৎপতি
মাউত কালে যাহার নামে রে
মন পাবারে মুকতি।
যে তারে না চিনে
খুঁজলে পাবি না ত্ৰিভুবনে
ভক্তির সাথে দেখা রে জানে প্ৰাণে
যে তারে চিনতে পারে
আছে তার বোখের কোনো৷।
————
পাগলা কানাই
Leave a Reply