এক বাপের দুই বেটা তাজা মরা কেহ
সকলেরি এক রক্ত এক ঘরে আশ্রয়
এক মায়ের দুধ খেয়ে এক দরিয়ায় যায়।
কারো গায়ে শালের কোর্তা কারো গায়ে ছিট
দুই ভাইরে দেখতে ফিট।
কেবল জবানীতে ছোট বড় বোবা বাচাল চেনা যায়
কেউ বলে দুৰ্গা হরি,
কেউ বলে বিসমিল্লা আখেরি
তবু পানি খেতে যায় এক দরিয়ায়
মালা পৈতা একজন ধরে, কেহ বা সুন্নাত করে
তবে ভাই ভাইয়ে মারামারি
করে যাচ্ছিস কেন সব গোল্লায়।
——–
পাগলা কানাই
Leave a Reply