না দেখিলে উনাদুনা দেখলে জ্বলে তিন দুনা,
অন্তরে বাহিরে জ্বলে সহিতে পারিনা।।
প্রেমের বাতাস আসি লাগিয়া মোর গায়
সোনার অঙ্গখানি ছায়
হেলিয়া ঢুলিয়া পড়ি পোড়া চরণ চলেনা।।
বন্ধুয়ার রূপখানি, নুরানি আয়না
দেখলে প্ৰাণে সহেনা
সোনা বন্ধুর মধুর বচন শুনলে জ্বলে তিন দুনা।
প্ৰেম করিয়া বন্ধুর সহিত, নামিয়াছি জলে
শাহা আবদুর রকীব বলে শুনিও না কেউ
লাগছে প্রেমের ঢেউ
ঢেউয়ের তালে তালে চলবো আমি কারো কথা শুনব না।।
———-
রকীব শাহ
Leave a Reply