অপূর্ব কাহিনী মদিনা সুবর্ণের কারখানা
সুবৰ্ণে জড়িত পুরী সুবর্ণের অংগিনা।
মদিনার নিবাসী লোক পুরুষ কি জাননা
স্থানে স্থানে আরম্ভিল ইল্লাল্লাহু জপনা।
মিথ্যুকে না আছে লোক নিবাসিত মদিনা
কুকৰ্মেতে মতি নাই সত্যকর্মে ভাবনা।
পাছান পাছেতে কেহ করিতেছে সাধনা।
তাহলিল তাকরিয়ো হয় প্ৰেমভাবে দেওয়ানা।
শিতালং ফকিরে কয় না পুরিল কল্পনা
রওজা মোবারক মোর জিয়ারত হইল না।
———
শিতালং শাহ
Rk parves
আর কত ডাকিবো তোমায় রে মাওলা বলোনা আমায় তুমি ছাড়া ও মহিন চান আমার কেহ নাই ও তুমি ছাড়া ও সাইফুদ্দিন আমার কেহ নাই। ।
আমি তোমারে খুঁজে তরে দেশ-বিদেশে যায় দয়ালরে খুঁজিয়া না পাই আর কত খুজবো তোমায় রে মাওলা পথ না খুঁজে পাই
জানি তুমি রুপের সাগর রূপের সীমা নাই দয়ালের তোর রূপের সীমা নাই ও কিরূপে চিনিবো তোমায় রে মাওলা বলোনা আমায়
আরে কে পারভেজের ই গুরনিদানে তোমায় যেন পাই মহিন চান রে যেন পাই ও আর কে পাগলের গুরনিদানে তোমায় যেন পাই . ও শুনবো সেই দিন তোর মুখের রাই গো মাওলা যা খুশি দাও তাই
আর কত ডাকিবো তোমায় রে মাওলা বলোনা আমায় তুমি ছাড়া ও মহিন চান আমার কেহ নাই ও তুমি ছাড়া ও সাইফুদ্দিন আমার কেহ নাই। ।