খোদা নাইক কোনখানে
জনম ভরে দেখলাম খুঁজে পাইনে কিছু মানুষ বিনে।
মক্কা আর মদিনাতে আজমীর আর বোগদাদে
সেখানে নাইক খোদা দেখেছি জেনে শুনে
কত লোক তার গিয়াছিল জিয়ারত কারণে
কত আল্লার শিরনী তৈয়ার হল খায়না মানুষ বিনে।
শ্ৰীক্ষেত্র বৃন্দাবনে নবদ্বীপ আর কাশীধামে
সেখানে নাইক খোদায় শুধু মানুষ বিনে
নবদ্বীপ এক ভোগ সাজালে মুক্তি খোদায় জেনে
তার কত প্ৰসাদ তৈয়ার হল খায়না দেখা মানুষ বিনে।
অধীন জালাল চাঁদ বলে, দেখনা মন দলিল খুলে
খালাকা আদম ছরাত লিখেছে কোরানে
মানুষ রূপে আল্লার বারাম, আলমে তা জানে
তারা নিজের ব্যবসা ছেড়ে দিয়ে সত্য কথা বলবে কেনে
————
জালাল চাঁদ
Leave a Reply