ঐ ঘাটে মানুষ ডুবে ভেসে যাচ্ছে রে।
কত সাধু মহাজন যাচ্ছে মারা, ত্রিপিনীর ক্রিরোধারে।
মদন রাজার ঘাট ভাল নয়, খেওয়া দিচ্ছে দিন দয়াময়।।
গুরু এসে পার করে নেয়, মুর্শিদ এসে হাইল ধরে।।
সেই ঘাটে লোনা পানি, কুমীরের কানাকানি
ডেঙ্গায় মানুষ খায় ধরে।।
বালুচরে কুম্ভীরের ঘিস, সমজায়ে দেখলে হয় পথের উদ্দিশ।
সেই কুম্ভীরের দাঁতেতে বিষ, কামড়ালে যাবি মরে।।
চরণ ধরে কুবির বলে যাবি আজ ষাটের কুলে,
দাড়ি মালস্না ছেড়ে, প্ৰাণ হারাবি সরোবরে।।
———
কুবির গোসাঁই
Leave a Reply