বর্তমানে ভালো নয় মানুষের মন
মানবতা হারাইয়া
পাগল হয়ে খোঁজে ধন।।
ছেড়ে দিয়া গলাগলি
ভাইয়ে ভাইয়ে দলাদলি
স্বাৰ্থ নিয়া ঠেলাঠেলি
ভালোবাসা বিসর্জন।।
জ্ঞান একটু ভালো হলে
মিশে যায় বাটপারের দলে
খুব কলাকৌশলে চলে
বুঝা যায় সাধু একজন।।
নিজের ভালো নিজে বুঝে
অন্যের ভালো নাহি খোঁজে
বলতে গেলে মারি লাজে
মন্দ বলবে অনেকজন।।
রহমান বলে হলেম স্বাধীন
আজো রইলাম পরাধীন
দূর হলো না দুৰ্গতির দিন
চলছে আবার আগ্রাসন।।
———–
আবদুর রহমান
Leave a Reply