উদ্ধারিয়া লাও প্ৰাণনাথ, ঠেকিয়াছি বিষম দায়
ঘোর বাতাসে অকুল নদীতে নাও ধরা না যায়।।
মহাজনের বেসাত ভরা পাল নাই গেরাবি ছাড়া
পাতালের ফানুস টুঠা ভাঙা দাড় কুড়া
ওরে, আগা পিছা মারে ঢেউয়ে মুই অভাগীর কি উপায়।।
প্রেমের বেপারি যারা, দিবানিশি বাইছে তারা
ওকি বাদাম তুলিয়া দিছে পালবাড়ির দারায়
ওরে, বাতাস ধরিয়াছে পালে মুর্শিদের উছিল্লায়।।
মাঝি আমার বুদ্ধি হারা, না জানে বোপারের ধারা
খরিদ বিকির ভাও জানে না জিতা মরা
ওরে, নায়ে বসি মহাজনের পুঞ্জি খাইলে সমুদয়।।
পাগল আরকুমে বলে, প্ৰেম নদীর জল উজান চলে
বাইছে যারা গেছে তারা নদীর সেকুলে
ওরে, রংপুরের বাজারে তার খরিদ বিকি হয় সদায়।।
———-
আরকুম শাহ
Leave a Reply