মনমাঝি তোর সঙ্গে চোরা, না দেয় ধরা, খাকের নৌকায় রং বেপারি
মনমাঝি তোর নৌকায় সোনা, চোরের জানা, ফিরে চুরায় গিরগয়াই চড়ি
হুশিয়ার কর তোর পরিওল ভাইরে জাগিয়া রহিত ঘড়ি।।
মনমাঝি তোর মাঝি দাড়ি, নৌকায় চড়ি, বইছে আপনার কাজ
ওরে বিকিকিনি লাভ লুছকানি নাই তারার সেই গরজ।।
মনমাঝি তুই বনিজ দেশে, থাকিও হুসে চোরা চোষী তোমার জন্য
সে কলঙ্কী হইছে, বেসাত গেছে, সেই কথা ভুলিও না মনে।।
মনমাঝি তোর মহাজন, দিছে ধন, আছে সব খাতায় ধরা
পাগল আরকুম বলে দেশে পেলে শেষকালে যাইবায় মারা।।
———
আরকুম শাহ
Leave a Reply