মন ছাড়লে না তর দুনিয়া খেলা
গেল বেলা।।
যতই খেলা খেল ভাবে, খেলা কি তাঁর সঙ্গে যাবে
সব খেলা ভেঙে নিবে তাই কি মন হইছ ভুলা।।
ভবে যার জন্যেতে মন আসা হল, বল শুনিরে তার কি হল শয়নেতে
রাত্র গেল দিন হইলে কামের জ্বালা।।
দীনহীনে করছি কি ছন্দি, মায়াতে রহিলে বন্দি
ছাড় মনের ছন্দি ফন্দি অন্তরে দিও নামের মালা।।
———–
দীনহীন ফকির
Leave a Reply