কই, কই, কই, কই সে জনে।
কে জানে সে জানে।।
খুঁজি তারে স্থানে স্থানে, বনে-উপবনে
মসজিদ ও মন্দিরে আমি তারে খুঁজে পাইনে
কেহই বলে না কোথায় সে জনে
যদি জান কেউ বলে দেও
যাই তার অন্বেষণে।
বায়ু কি অনলে, জলে কিংবা স্থলে
থাক সে কি আকাশে-কিংবা সে পাতালে
তারে দেখিতে মন ব্যাকুল, অকুল সাগরে ভাসি
তাহারই কারণে।
আমি যার লাগি ঘুরি সদা সে তো মনে করে না
রশিদ বলে তারে চেনা গেল না
তার কি বা রূপ কেহই বলে না।
———–
রশিদ উদ্দিন
Leave a Reply