করবে কি হে জাইতের বিচার এসব ফেলে যেতে হবে
তোমার সকলি যে থাকবে পড়ে, ‘হু’ হক নামটি সঙ্গে যাবে৷।
দেখ ভাই হিন্দু-মুসলমান
ভাবিছ সবে ভিন্ন ভিন্ন
এসব ঘুচিবে সে দিন
তোমায় যে দিন
দীন ইসলাম তলব দিবে।
গড়েছে এক কারিগরে
স্ত্রী আর পুরুষেরে
দুনিয়ার কারবারের তরে
শেষে আদিতে আদি মিশিবে।।
কিন্তু ছাপাতে যে উপাধি হয়
জাত সে জাতিতে রয়
উপাধি নামমাত্র হয়
সেই এক জাতিতে মিশতে হবে।
লা হসে (?) আকবর করে খানা
হুসেনী তফসীর খুলে দেখ না
হারবেল আরদ আপনার চেনা
তবে চিনবে আপন রবে।
কোয়াকার হতে এক নমুনা
ঐ নমুনা হতে এক নিশানা
নিশানা কেবল আপনার চেনা
তাহাতে সে ধরা দিবে।
দেখ না এই জাতি কুল
সকলেরি আছে ভুল
আখেরেতে সেই জাতি কুল
জাতিতে জাতি মিশিবে
শাহ নজিরের চরণ তলে
আই এদল ইসলাম ভেবে বলে
যেন মায়াতে মন নাই ভুলে
আখেরে ড়্গণিকার শ্ৰীচরণ দিবে।
————
শাহ নজির
Leave a Reply