আয় মোহাম্মদ কামলে ওয়ালা, অায়রে আমার বুকে আয়।
ডাকেরে তোর কৃতদাসে শান্তি দা মোর কলিজায়।
চাঁদ সুরুজ আর গ্রহ -তারা, জীন -ইনছান আর ফেরেস্তারা
দিন রজনী চাহিছে তারা, ফুল তুলে দিদে গলায়।
ফকির, দরবেশ, বাদশা, অলি তুলিতে সেই ফুলের কলি,
স্কন্দে নিয়া বিক্ষার ঝুলি বাস করে বৃক্ষের তলায়।
জগৎ মোহিত ফুলের গন্ধে, ফুল পেয়েছি আছি আনন্দে
তাই দিবা নিশি রজ্জব কান্দে, ফুলের মূল মিলে কোথায়।
Leave a Reply