https://www.youtube.com/watch?v=yp_HkPRdsjA
এসে এক রসিক পাগল, বাধালে গোল ন\’দের মাঝে দ্যাখ্ সে তোরা।
পাগলের সঙ্গে যাব, পাগল হব, হেরবো রসের নব গোরা।।
ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল না দেয় ধরা,
কৈলাসের শিব পাগল খেয়ে পাগল, ওরে সার করেছে ভাঙ্-ধুতুরা।।
নিতাই পাগল, গৌর পাগল; চৈতন্য পাগলের গোড়া।
অদ্বৈত পাগল হয়ে, (ভোলা মন) রসে ডুবে প্রেম এনেছে জাহাজ ভরা।।
গোপাল গোবিন্দের বচন-গোপালে শোন্ রে ক্ষ্যাপা, পাবি চরণ জিয়ন্তে মরা জ্যান্তে মরা।
যত সব বৈরাগী বৈষ্ণব ভেক নিয়ে, (ভোলা মন) নাম ভাঁড়ালে বাউল ন্যাড়া।।
ইমান পাগল, হোসেন পাগল, আর এক পাগল না দেয় ধরা;
তিন পাগলে যুক্তি ক\’রে মক্কায় করলে নমাজ পড়া।।
————
কথা ও সুর – গোপাল গোবিন্দ
কথান্তরঃ
এসে এক রসিক পাগল বাঁধালে গোল নদের মাঝে দেখ সে তোরা।
পাগলের সঙ্গে যাবো পাগল হবো দেখবো রসের নব গোরা।
নিতাই পাগল, গৌর পাগল; চৈতন্য পাগলের গোড়া,
অদ্বৈত পাগল হয়ে রসে ডুবে প্রেম এনেছে জাহাজ পোরা।
ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর এক পাগল না দেয় ধরা
কৈলাসের শিব পাগল খেয়ে গরল সার করেছে ভাং ধুতুরা।
ওমিন পাগল যোসেন পাগল, আর এক পাগল না যায় ধরা,
তারা তিন পাগলে যুক্তি করে মক্কায় করে নমাজ খাড়া।।
যত সব বৈরাগী বৈষ্ণব ভেক নিয়ে নাম বাড়ালে বাউল ন্যাড়া,
গোঁসাই গোবিনের বচন পাবি চরণ হ\’লে পরে জ্যান্তে মরা।
Leave a Reply