বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
ভাইও নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
ডাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা
সরে দুরে দুরে হায়রে
সৈয়দ শাহনূরের কান্দন
নদীর কূলে বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
———————-
সৈয়দ শাহ নূর
Rubel Sheikh
Amake 100000 Taka dite hobe nahole bipod hobe tomader
syed odit
কী বিপদ শুনি…