কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
আমারে যে থুইয়া গেল উদাসী বানাইয়া রে
কে বাজাইয়া যাও রে বাঁশী
বাজো পথ দিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম
কুল-মান তেজিয়া রে
বাঁশিটি বাজাইয়া বন্দে
বইল কদম তলে
নিলুয়া বাতাসে বাঁশি
রাধা-রাধা বলে রে
ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
নিভা ছিল মননের আগুন
কে দিল জ্বালাইয়ারে
————-
রাধারমণ দত্ত
Leave a Reply