ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহন বাঁশি রাই এলো না।।
সুবলেরে বল বল সুবল সখা কত দিনে হবে দেখা, রাধার কথা বল রে গোপনে
আমি রাই আসিলে জিজ্ঞাসিবো না আসিলে সময় মত।
সুবলরে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে
মান কইরাছে বিনা অপরাধে আমি রাই সুখেতে প্ৰাণ ত্যজিব
পারলাম না রাইর মান ভাঙ্গাতে।।
সুবলরে মনের দুঃখ মনে রইল সকল দুঃখ বরণ বর
সকল দুঃখ রইল রে অন্তরে।
রাধারমণে কয় ওরে সুবল কাজ নাই আমার এ পিরিতের।।
————-
রাধারমণ দত্ত
Prasanta Halder
Hi