জলে যাইও না গো রাই
জলে যাইও না গো রাই
আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
মায়ে পিন্দইন যেমন তেমন ভইনে পিন্দইন শাড়ি
শ্রীমতি রাধিকার পিন্দইন কৃষ্ণানীলাম্বরী।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই
কালার লাগি হইছইন পাগল, কমলিনী রাই।।
বিকৃত রূপ :-
জলে যাইও না গো রাই
আজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই।।
ভঙ্গি করি দাঁড়ায় আছেন
বিনোদ-কানাই
যৌবত নারী দেখলে পরে
আঁড় নয়নে চাই
…
————-
রাধারমণ দত্ত
Leave a Reply