জলের ঘাটে দেখিয়া আইলাম কি সুন্দর শ্যামরায়
শ্যামরায় ভমরা গো ঘুরিয়া ঘুরিয়া মধু খায়।
নিতি নিতি ফুল বাগানে ভমর আসে মধু খায়
আয় গো ললিতা সখী আবার দেখি শ্যামরায়।
মুখে হাসি হাতে বাঁশি বাজায় বাঁশি শ্যামরায়
চান বদনে প্রেমের রেখা আয় গো ফিরি দেখে আয়।
ভাইবে রাধারমণ পাইলাম না রে হায়রে হায়–
পাইতাম যদি বন্ধুয়ারে–রাখতাম হৃদয় পিঞ্জিরায়।
পাঠান্তর : আইলাম > আইলেম, ভমরাগো >ভনরায়; দেখি শ্যামরায় > জলে ঘুরিয়া আয়; প্রেমের রেখা…আয় বাজায় বাঁশি মধুর মধুর শোনা যায়; বন্ধুয়ারে-> শ্যামের বাঁশি।
বিকৃত পাঠ –
জলের ঘাটে দেইখা আইলাম
কি সুন্দর শাম রাই
শাম রাই, ভোমরায়
ঘুইরা ঘুইরা মধু খায় ।।
নিত্তি নিত্তি ফুল বাগানে
ভ্রমর আইসা মধু খায়
আয় গো ললিতা সখি
আবার দেখি পুনরায়।।
মুখে হাসি হাতে বাশিঁ
বাজায় বা বন্ধুয়ায়
চাদ বদনে প্রেমের রেখা
কি বা শোভা দেখা যায় ।।
ভাইবে রাধারমণ বলে
পাইলাম না রে হায় রে হায়
পাইতাম যদি প্রান বন্ধুরে
রাখতাম রে পিঞ্জিরায়।।
————-
রাধারমণ দত্ত
Saptam Das
Sweet song
Sorna sinha
I like this song very much.