নীর হইতে নূরের আকার ধরে,
আলিফ রূপে সেই পরওয়ার
আহাদ নামটি হল তাহার
নূর-নিরঞ্জন যারে কয়
আলিফের \’কালেব\’ হইতে
আহাদ এল মিম রূপেতে
আহমদ রয় মিমের মধ্যে
মিমরূপে সেই জগৎ সাঁই
মিম ফেটে হয় মোতির মতন
সেই নূরে আদম হয় চেতন
জাতে জাতে এল তখন
পেল বিবি আমেনায়।
———
বাউল নসরুদ্দীন
Abdul Motin
i
Musafir Bangali
কনটেন্টের দিক দিয়ে যথেষ্ট সাম্প্রদায়িক হওয়াটা খুব খারাপ লাগার মত, গণ মানুষে চাহিদাকে তুলে ধরা হয়নি এবং গুরুত্ব দেয়া হয়নি৷ ইসলামিক ধ্যান ধারনাকে অবজ্ঞা করে সনাতন ধর্মাবলম্বীদে পছন্দ , চাহিদা ও নীতিকে বেশী প্রাধান্য দেয়া হয়েছে ৷
অথচ বাঙ্গালী (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে) জনসংখ্যার মধ্যে বিরাট অংশ মুসলিম৷