কেন এলে না
ও আমার ঝরে আঁখি জল
কেমন আছে রাধা বল
কাঁদে কৃষ্ণমন
শ্রাবণ শ্রাবণ ধারায়
নদী বহে যায় রে
আষাঢ়ে বাদল নামে
তোমার উসিলায় রে
কত দিন যে আইল গেল
তুমি আইলা না রে রাধা
কেঁদে কি আর হয় রে নদী
বিনা ঝর্ণার সনে
প্রণয় কি হয়রে রাধা
যদি না লয় মনে
তোমার লাগিয়া রাধা
ঘুরলাম কত লোকালয়
———————
রাধারমণ দত্ত
Iqbal Tuhin
আমার প্রিয় একটা গান।.