সজনী জলে গিয়াছিলাম একেলা
রাখচে না গো শ্যামকালা
একাকিনী পাইয়া বন্ধে গো
করিয়াছে রসের খেল ।।
জল ভরিতে গিয়াছিলাম আমি এক অবলা
এগো পরানে বন্ধু রক্তে রসে গো
বন্ধু মনচোরে করে উতলা
রাখছে না গো শ্যামকা ।।
ভাইবে রাধারমন বলে শোন গো অবলা
এগো তোরে নিষেধ করি ও নাগরী
যাইছ না জলে একেলা ।।
——————
রাধারমণ দত্ত
Leave a Reply