মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে
দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে ॥
মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব
আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে ॥
তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই ভাবতেছি তাই অন্তরে
পাগল আবদুল করিম বলে দয়া কর আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন থাক ভক্তের অন্তরে ॥
———————-
(কালনীর ঢেউ, গান সংখ্যা – পনেরো)
শাহ আব্দুল করিম
পরিচয়
গানটি আমি কলকাতার একটি ব্যান্ড “দোহার”-এর উপস্থাপনায় শুনেছি। যতটুকু জানি, আপনারা এখানে যে কথা দিয়েছেন, তাঁরা এইটুকু গেয়েছেন এবং রেকর্ড করেছেন। তা সত্ত্বেও গানটি কেন “অসম্পূর্ণ” তালিকায় স্থান পেল বুঝতে পারিনি। যদি কেউ আলোকপাত করেন খুশি হব। মূল গানটি খুব সম্ভবত ভারতীয় নয়, ফলতঃ আমার আয়ত্ত্বের বাইরে বলেই অনুরোধ রাখলাম।
Bangla Lyrics
ধন্যবাদ। পুরো গানটি কিছুদিন আগে আপডেট করা হয়েছিল। তখন করিম বাউলের ক্যাটাগরি যোগ করা হয়েছিল, কিন্তু “অসম্পূর্ণ” ক্যাটাগরিটা আনচেক করা হয়নি। এবার ঠিক করে দেয়া হলো।
সোহাগ
এই গানটি বাংলাদেশ, সুনামগঞ্জ জেলার ধীরাই থানার বিখ্যাত বাউল শিল্পী আব্দুল করিম।
Saddam Hossain
এটি বাংলাদেশের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের,এটি ভক্তিমুলক বাউল গান, তার জন্মস্থান বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের, হাওর বেষ্ঠিত জেলা সুনামগঞ্জের,ধীরাই থানার কালনি নদীর তীরে উজান ধল গ্রামে। (ধল গ্রামটি মূলত একটি বিশাল হাউর অন্চল,যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবি অনুন্নত,সারাবছরে একবার ফসল উৎপাদন হয়,(শিতকালে) বাকি সময় বর্ষার পানিতে তলিয়ে থাকে, এখানকার মানুষ খুব কষ্টে দিনাতিপাত করে।)…..
Ahmed Rimu
লিরিকের দর্শন অতুলনীয়