গাড়ি চলে না, চলে না
চলে না রে
গাড়ি চলে না ॥
চড়িয়া মানবগাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মিলে না ॥
মহাজনে যত্ন করে
পেট্রল দিল টেংকি ভরে
গাড়ি চালায় মনড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না ॥
গাড়িতে পেসিঞ্জারে
অযথা গণ্ডগোল করে
হেন্ডিম্যান কন্টেকটারে
কেউর কথা কেউ শোনে না ॥
পার্সগুলো সব ক্ষয় হয়েছে
ইঞ্জিনে ময়লা জমেছে
ডায়নমা বিকল হয়েছে
লাইটগুলো ঠিক জ্বলে না ॥
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেকফেইল করে
ঘটায় কোন দুর্ঘটনা ॥
আবদুল করিম ভাবছে এবার
কন্ডেম গাড়ি কী করবো আর
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা ॥
—————
শাহ আব্দুল করিম
Md. Sultan Ahammed
a song is a fabrit
monir
খুব সুন্দর।
শেখ মোঃ মালেক মিয়া &সিলেট হবিগঞ্জ/বর্তমান অবস্তান সৌদি আরব
অসংখ্য ধন্যবাদ আপনাদের
আপনারা এতো কষ্ট করে গান গুলি আমাদের উপহার দেওয়ার জন্য
শাহ আব্দুল করিম গানের রাজা আমাদের মধ্যে আর নেই সবাই উনার জন্য দোয়া করবেন জেনো আল্লাহ উনাকে জান্নাত নচিব করেন