যৌবন জোয়ারে দেখে যাও আমারে
মধুমাখা দুটি ফুল ফুটেছে
ও সখিগো…
প্রেমেরই ভ্রমরা গিয়াছে উড়িয়া
না জানি কোন বাগানে ধরা পরেছে
যা তোরা সখিগন করি তোদের অন্বেষণ
বন্ধুবিনে ফোটা কমল বাসি হয়েছে
প্রেম সরোবরের জল করিতেছে টলমল
দিবানিশি ওজন ধেয়ে চলেছে
গুরুজন কাণ্ডারী ধরিতে না পারি
শুকনোতে প্রেমের তরী ঢাকা পরেছে
মিলনের লাগিয়া গিয়াছে চলিয়া
কতদিনে আশা পূরণ হইবে
কহি জালালের বাণী শুন ওগো বৃন্দে ধ্বনি
শ্যামগুণমণি আমার কার প্রেমে পরে মজেছে গো
Leave a Reply