প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ
হাসিমুখে আনন্দধারা
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে
তোমাদের জানালায়
আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে
এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই ।।
হারিয়ে যেতে চাই
তোমাদের রাস্তায় ।।
অনেক অজানা ভিড় স্বচ্ছ নিরবতায়
রোদ উঠে গেছে চেনা এই নগরীতে
নাগরিক জানালা হাসিমুখে একাকার
আনন্দ উৎসব চেনা চেনা সবখানে
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার
তুমি চেয়ে আছো তাই
আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই ।।।
———————-
ব্যান্ড – শিরোনামহীন
এ্যলবাম – জাহাজী
Rezowan
সাথে বিভিন্ন বাংলা ব্যান্ডের ইতিহাস লিখুন যেমন কবে প্রতিষ্ঠিত, কে কে আছে ইত্যাদি
JAHIDUL ISLAM CHOWDHURY
আমার খুব ভালোলাগা ও প্রিয় গানের একটি