অনির্বান আমার বন্ধু , অনির্বানের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিলো তখন সময়টা ছিলো বড় অদ্ভুত। আমরা হাইওয়ের উপর দিয়ে অনেকদুরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, লাল আকাশ , সন্ধ্যে হয়ে আসছে , দু\’পাশে ফাঁকা মাঠ । আমরা চা খাবো বলে গাড়িটা দাড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মত চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাড়িয়ে বললো – চিনতে পারছিস ? আমি বললাম – না ! বললো – ভালো করে দেখ । আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম , আমার বন্ধু অনির্বান ।
আমার চোখের সামনে পুরোনো দিনগুলো ছায়াছবির মত ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম – অনির্বান , তুই এখানে !! ও বললো – তাইতো কথা ছিলো বন্ধু , আমাদের তো এখানেই থাকার কথা ছিলো । আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে । আমি খুব বোকার মত ওকে প্রশ্ন করলাম – অনির্বান কি করছিস এখন ? ও বললো – যা কথা ছিলো বন্ধু , মানুষের মাঝখানেই আছি । আমি আর দাড়িয়ে থাকতে পারছিনা , একটা অপরাধবোধ আমাকে গ্রাস করছে । ও বললো – তোর দেরি হয়ে যাচ্ছে । আমি গাড়িতে যেয়ে বসলাম । ও জানলার কাছে এসে বললো – এখন তো তোর নাম হয়ে গেছে , তুইতো বিখ্যাত হয়ে গেছিস ! সুখেই আছিস কি বল ! আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে , অনির্বান আমার জীবন থেকে মিলিয়ে যাচ্ছে …..
অনির্বানের শেষ কথা গুলো আজও আমার কানে আলপিনের মত বেঁধে —
সুখেই আছিস….
সুখেই আছিস……….
দেখে যা , যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান
সেদিনের মিটিঙের মাইক
সেদিনের কলেজের স্ট্রাইক
সেদিনের মাতাল পদক্ষেপ
বে-দিক সিদ্ধান্তের আক্ষেপ
আজ কেঁদে এই মাপা পদচারন
সেদিনের তালের কাছে ম্লান
দেখে যা , যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান
শ্রমিকের মুক্তির গান
কৃষকের হাতিয়ার শান
শ্রেনী হীন সমাজের স্বপ্ন
ঘৃনার প্রতিপালনেতে যত্ন
আজ তোর ঘামে ভেজে যে পথের ধূলো
হয়তো সেথায় আমার হতো স্থান
দেখে যা , যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান
—————————–
নচিকেতা
Limon
আমার শোনা শেষ্ঠ গান
Rony
অনেক ভাল একটা গান ॥
Rozen
আমার Favorate Akta song .
Chirkuttbd
চাপ নাই
তাবিব মাহমুদ
এই আমি রানা গাল্লি বয়
থাকি চুপচাপ
আমি ভাঙ্গা লাঠি দিয়া
মারি বড় বড় সাপ,
এটা কামরাঙ্গির চর
টেম্পারেচার বেশি আছে
চার ডিগ্রি জ্বর ঢাকা
কাপে থর থর।
লাগে এক বলে ছয় রান
মাঠে সাকিবাল হাসান
আরে জয় পরাজয়ের
মাঝে এতই ব্যবধান
পুরা গ্ল্যালারির চাপ
আর আমি চাপের বাপ
বিশাল ছক্কা মাইরা দিছি
মাইপা সব খাপে খাপ।
শুভ্র ভাই নিলো নেতা
নেতা ভাব
নিচে হাফ প্যান পরা
মুখে পাইপ হাতে ডাব
আবার মুখ দিয়ে বিপ মারে
মাঝে মাঝে দম ছাড়ে
চাপ খাইয়া বাপ ডাকে
হিপহপ সং ছাড়ে
ঠিক আবার টক্কর নেই
কেউ করেনা মাফ
আবার চেকিং দিয়ে ফাইভস্টারে
টয়লেট করে সাফ
পুরা জিবনটা যা মুখে
ফ্যাক ফ্যাক হাসি
আরে চাপ নাই ভায়া
আমি তোরে ভালোবাসি।
চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ
আরে চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ..(২ বার)
আকাশ ভরা তারা আমার
চাদ বাগানে বাশ
যদি বাধ বাইন্দা তমি কইতা
গলায় দিছে ফাশ
সেটি মহা সর্বনাষ
অল্প বিদ্য ভয়ংকারি
অহংকারি দাষ
আজ জ্ঞানি হয়ছে তাশ
আরে চোরের মার বড় গলা
গৃহস্তের একদিন
আধুনিক পোলাপান ঘোলায়
ফেলছে রাত দিন
রুটির উপর সবজি দিয়া
নাম দিছে পিজ্জা
গরমে আরামে স্বরমে ভুইলা
বয়ে বয়ে পড়ছে লজ্জা
ধর তকতা মার পেরেক
বোঝা বড় টাফ
ভালোবাসা চাইলাম ফুল
তুমি দিলা আমায় হাফ
আমার হাসি খুশি মুখ
তবু বাশি হয়না মন
তাই চাপে খেলি ভালো
ভুলি কালো আবরন
আরে নাম যার চাপ নাই
তার চাপ সিমাহীন
চামের উপর বামে যাইয়া
চাপ খাইছে আলাদিন
চেরাগাতে ধরায় দিয়া
দৈত্য মামা হাওয়া হয়
চাপ নাই পেরা চাপ নাই ভায়া
লবন ছাড়া রোষ্ট ফেসবুকে
ছোট কইরা ছবি দিছে পোস্ট
যার ক্যাপশন নেই
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নেই
বাইকে বিশ্বাস করলে কোন
টেনশন নেই।
আরে,লবন ছাড়া রোষ্ট ফেসবুকে
ছোট কইরা ছবি দিছে পোস্ট
যার ক্যাপশন নেই
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নেই।
আরে নাই নাই নাই কোন টেনশন নাই।
আরে চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ..(৪ বার)
চিরকুট Chirkutt