গুরু তোমার অমর বাণী দিয়েছো আমায়
যুগে যুগে অমর হয়ে চেতনা জাগায়
ঘুমিয়ে আছে যে জাতি
ভিষন অজ্ঞতায়
জাগিয়ে দিয়েছ গুরু
পথেরই দিশায়
লালনের ঐ একতারাতে
ভাবেরও মেলা
মিটে যায় সে সূধা পানে
অন্তরের জ্বালা
জলের ভিতর কেমনে জ্বলে
এমন এক পিদিম
ঝড় তুফানে বাও-বাতাসে
তবুও অমলিন
মাটিরও পিঞ্জিরার মাঝে
বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার
মন ময়না রে
গুরু আছে কত জনা
আমারো দেশে
কেউ বা ফকির কেউ সন্নাসী
অচেনা বেশে
সেইতো গুরু যে জন বলে
ভক্তিরও কথা
খুঁজে ফিরে জনে জনে
অজানা ব্যাথা
লালনের ঐ একতারাতে
ভাবেরও মেলা
মিটে যায় সে সূধা পানে
অন্তরের জ্বালা
মাটিরও পিঞ্জিরার মাঝে
বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার
মন ময়না রে
গুরুরে……………….
———————–
ব্যান্ড – আর্ক
এ্যলবাম – তাজমহল
Leave a Reply