শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
—————–
ব্যান্ড – ডিফারেন্ট টাচ
এ্যলবাম – ডিফারেন্ট টাচ (সেল্ফটাইটেল্ড প্রথম এ্যলবাম)
Quiet Minhaz
Add a comment…দ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ.
Shuva Paul
চমৎকার একটি গান…আমার খুব পছন্দের…
Super MHD
Khub valo lagche..