মনে করো তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
ভালোবাসা স্বপ্নকে সাথি করে
গাঙচিল উড়ে যাওয়া ধূ ধূ বালুচর
ঘাসফুল ঝাউবন সবই সুন্দর
নাম না জানা ঐ পাখিসব
গানে গানে করে কলোরব
চলো সেথা চলে যাই
মেঠো পথ ধরে
সন্ধ্যায় ঝিঁ ঝিঁ ডাক চাঁদের আলো
এ সময় তুমি ছাড়া লাগে না ভালো
আকাশের নীল বুকে হাজার তারা
করেছে আমায় দিশেহারা
তোমাকে সাথি করে
দেখবো সারা রাত ধরে
মনে করো তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
ভালোবাসা স্বপ্নকে সাথি করে
Leave a Reply