নিশ্চুপ মাঝরাত এখন শহরে
নিভে গেছে বিজলীর আলো
ঘরে ঘরে
জনহীন পথ নিস্তব্ধ
একা আমি নেমেছি
নিয়নের আলো ভরা পথে
চলেছি জীবন হতে পালিয়ে
ছায়া ছায়া যায় দেখা
কাঁচের আড়ালে তোমাকে
জানালায় দাড়িয়ে তুমি
পর্দা সড়িয়ে দু\’হাতে
আমি আসবো বলে ফিরে
কাছে টানবো বলে তোমায়
যেতে যেতে হয় কথা
একাই গোপনে নিরবে
তুমি আজ দাড়িয়ে রবে
তমশার আলোতে একাকি
আমি আসবো নাকো ফিরে
ব্যাথায় কাঁদবো আমি শুধু
নিশ্চুপ মাঝরাত এখন শহরে
নিভে গেছে বিজলীর আলো
ঘরে ঘরে
জনহীন পথ নিস্তব্ধ
একা আমি নেমেছি
নিয়নের আলো ভরা পথে
চলেছি জীবন হতে পালিয়ে
———————
ব্যান্ড – ফেইথ
এ্যলবাম – হুররে (মিক্সড)
Leave a Reply