ফরেস্ট হিলে এক দুপুরে
কথা ছিলো তুমি আসবে
সব চোখ ফাঁকি দিয়ে
বুকে ভালোবাসা নিয়ে
আসবে আমায় ভালোবাসবে
অনেক প্রহর নিঃসঙ্গ
সাঁওতালী গানের সুরে
কাটিয়ে দিলাম তোমায় ভেবে
ঝাউ মহুয়ার বনে
কথা দিয়ে তুমি এলে না যখন
এখন আমার কি হবে
বিষন্নতা সঙ্গী এখন
দুঃখ গলার মালা
তোমার স্মৃতিগুলো আগুন হয়ে
বাড়ায় বুকেরই জ্বালা
হায় তুমি ছাড়া জীবন আমার
এখন বাঁচি কিভাবে
——————–
ব্যান্ড – সোলস
এ্যলবাম – কলেজের কোরিডোরে
Manhush
এই ফরেষ্ট হীলের কাছাকাছি একটি স্কুলে আমি পড়ালেখা করি শিশু থেকে এস.এস.সি পযর্ন্ত বনগবেষনাগার উচ্চ বিদ্যালয়। দেশের একমাত্র ফরেষ্ট রিসার্চ ইনিষ্টিটিউশন জায়গাটা অনেক সুন্দর। অনেক রোমান্টিক। মিস করছি।
তবে দুঃখের ব্যপার হচ্ছে তপন চৌধুরী কেউ কথা দিয়েছিল। কিন্তু ….. আমি ছিলাম অনন্তকালের অপেক্ষায় কেউ একজন আসবে…. এখন অপেক্ষা।