আমি রাঙাপদে বিকাইলাম রে বন্ধু ঐ রাঙ্গা চরনে ।
বন্ধুরে তোমার আমার সরল পিরিতি
পাড়ার লোকে জানলে হবে দুর্গতি
গোপনে করিও পিরিত রে বন্ধু লোকে যেন না শুনে ।।
ভাইবে রাধারমণ বলে তোমার আমার সরল পিরিত
থাকে যেন গোপনে গো ।
থাকিতে যেন ভুলিওনারে বন্ধু মইলে যেন না পাশরে ।।
পূর্ববর্তী:
« আমি রাঙা পদে বিকাইলাম রে বন্ধ ঐ রাঙা চারণে
« আমি রাঙা পদে বিকাইলাম রে বন্ধ ঐ রাঙা চারণে
পরবর্তী:
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা »
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা »
Leave a Reply