বান এসেছে মরা গাঙ্গে খুলতে হবে নাও
তোমরা এখনও ঘুমাও
কত যুগ গেছে কেটে দেখেছ কত স্বপন
এবার বদর বলে ধরো বৈঠা জীবন-মরণ পণ।
দমকা হাওয়ার কাল গিয়াছে
ফাগুন বইছে পাল খাটাও।
কাঁদতে হবে সারা জীবন
যুগ যুগানেতর তপশ্যাতে এসেছে এই লগন
পারের মাঝি হাল ধরেছে
মিছে পরের মুখ তাকাও।।
কথা ও সুর: মুকুন্দ দাস
Leave a Reply