আমি যে দেখেছি সেই দেশ
দেশ উজ্জ্বল সূর্য রঙীন।
আমি যে দেখেছি তাকে
শত ফুল বাগিচায়
পূবের বাতাসে কি
সুবাস বয়ে যায়।
ভ্রমরের গুঞ্জনে শুনেছি প্রকাশ
বিষাক্ত আগাছা হবে বিলীন।।
(অন্য ভাবে)
আমি যে দেখেছি সেই দেশ
দেশ উজ্জ্বল সূর্য রঙীন।
দেখেছি তাকে যে শত ফুল বাগিচায়
পূবালী বাতাসে কি সুবাস ছড়ায়।
ভ্রমরের গুঞ্জনে শুনেছি প্রকাশ
বিষাক্ত আগাছা হয়েছে বিলীন।।
Ghunpoka
Are this lyric derived from my site, http://www.banglaygaan.blogspot.com ?
Please let me know. Actully I need to know whether these are correct or not.
Regards.
Bangla Lyrics
তা ঠিক বলা যাচ্ছে না। আসলে আমাদের বেশির ভাগই গান আসে আমাদের বন্ধু-বান্ধব ও পাঠকদের কাছ থেকে। তারা ঠিক কোথা থেকে সংগ্রহ করে, সেটা বলা মুশকিল। আর ভুল বা সঠিক-এর ভারও আমরা দিয়ে রেখেছি পাঠকদের হাতে। ভুল দেখে তা কেউ যদি আমাদের নজরে আনেন, তাহলে আমরা সেটা সংশোধন করে দেই।
আপনার সংগ্রহটাও দারুন। ওখান থেকে আমরা যদি সংগ্রহ করে আমাদের এখানে রাখি, আপনার আপত্তি নেই তো?
ধন্যবাদ।
Ratul
I think the lyric is not right.
Ghunpoka
Not at All :)You are free to share. Just leave a comment there if you please.