মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে ।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।
কথা – মোহিনী চৌধুরী
সুর – কৃষ্ণচন্দ্র দে
Masum Chowdhury
Its a excellent song. Really touchy,Stimulate blood circulation, beating the heart rapidly…. I cant say any more but really touchy song
Suman Kumar Ghosh
আমার যতদূর জানা আছে ~ “মুক্তির মন্দির সোপানতলে” গানটির গীতিকার / লেখক হলেন, “মোহিনী চৌধুরী”…
Pratap chandra Chakraborty
শ্রদ্ধেয় মোহিনী চৌধুরী → গীতিকার
শ্রদ্ধেয় কৃষ্ণ চন্দ্র দে
Sharif Atiquzzaman
তথ্যে ভুল আছে। গানটির গীতিকবি মোহিনী চৌধুরী/ সুরকার কৃষ্ণচন্দ্র দে।
সেলিম রেজা
গানটির গীতিকবি: মোহিনী চৌধুরী
সুরকার: কৃষ্ণচন্দ্র দে