ওরা জীবনের গান গাইতে দেয়না
শিল্পী সংগ্রামী পল রবসন
আমরা তোমারই গান গাই ওরা চায়না।।
তুমি চেয়ে দেখ রবসন
আমাদের ঐকতানে ঘুম ভেঙ্গেছে
বিপ্লবের বহ্নি দেখে বুক কেঁপেছে
তোমার ঐ সংগীতে ভয় পেয়েছে রবসন
ওরা প্রতিরোধ প্রস্তুতিতে ভয় পেয়েছে রবসন।।
মোরা জয় করেছি একতা
মোরা দূর করেছি হীনতা
ওরা ভয় পায় তাই আমাদের
ওরা ভয় পেয়েছে আজ একতায়।
তুমি মৃত্যুহীন যে রবসন
পৃথিবীর প্রতি ভোরে পথে প্রান্তরে
মেহনতী জনতার প্রতি অন্তরে
তোমারই একতার গান শোনা যায় রবসন
সারা দুনিয়ার শোষিতেরা এক হয় রবসন।।
Leave a Reply