আমার গানের মালা
আমি করব কারে দান।
মালার ফুলে জড়িয়ে আছে
করুণ অভিমান।
মালা করব কারে দান।।
চোখে মলিন কাজল রেখা
কন্ঠে কাঁদে কুহু কেকা।
কপোলে যার অশ্রু রেখা
একা যাহার প্রাণ।।
শাঁখায় ছিল কাঁটার বেদন
মালায় শুচির জ্বালা।
কন্ঠে দিতে সাহস না পাই
অভিশাপের মালা।
বিরহে যার প্রেমারতি
আঁধার লোকের অরুণধুতি।
নাম না জানা সেই তপোতী
তার তরে এই গান।।
পূর্ববর্তী:
« আমার অবুঝ স্বপ্নগুলো
« আমার অবুঝ স্বপ্নগুলো
পরবর্তী:
আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি »
আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি »
Leave a Reply