রক্ততীলক ললাটে সূর্য, রাজপথ রোশনাই
শোনিত অর্য্যে প্রাণের পুষ্প অবিনশ্বরতায়।।
জীবন-মৃত্যু তুচ্ছ মোদের মায়ের অশ্রুজলে
লক্ষ ছেলের বক্ষ পাঁজর জ্বলছে বজ্রানলে
ধন্য মা তোর গর্ভ ধারণ
তুলনা যে তোর নাই।।
কন্ঠ মোদের রুদ্ধ করিবে, এমন সাধ্য কার
সহস্র কোটি কন্ঠে যখন দৃঢ় অঙ্গীকার।
আমরা শুনেছি রক্তধারায় মহাসাগরের গান
আমরা দেখেছি মৃত্যুর মুখে নবজীবনের বান
পুণ্য স্মৃতির আলোয় আমরা
জীবনের জয় গান।
কথা: নাজিম মাহ্মুদ
সুর: সাধন সরকার
Leave a Reply