শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
সুগন্ধে ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থেকো আলো করে।
এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থেকো আলো করে।।
আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম ঘর
আমের পল্লব দিলাম জলভরা ঘট।
পান-সুপারী সিঁদুর দিলাম দু’হাত ভরে
ধনধান্যে ভর আমার এ ঘরে।।
শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি
সুগন্ধে ধূপ জ্বেলে আসন পেতেছি
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
জনম জনম থেকো আমার এ ঘরে।।
পূর্ববর্তী:
« রসনে, কালী নাম রটরে
« রসনে, কালী নাম রটরে
পরবর্তী:
শ্যামা যদি হের নয়নে গো »
শ্যামা যদি হের নয়নে গো »
Leave a Reply