ওগো সুন্দর অপরূপ প্রিয়তম
ওগো নমঃ নমঃ প্রভু নমঃ নমঃ।।
জীবনের প্রতিকূলে তুমি অনুকূল
সকল ভুলের মাঝে তুমি নির্ভুল
(ওগো) আমার জীবনে তুমি অনুপম।।
সত্যের শ্রীহরি ত্রেতায় রাম
দ্বাপরে শ্রীকৃষ্ণ নবঘন শ্যাম
(ওগো) কলিতে শ্রীগৌরাঙ্গ পুরুষোত্তম।।
পতিত পাবন নর নারায়ণ
শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন
(ওগো) সাতশত সনাতন মনোরম।।
পূর্ববর্তী:
« ওগো সুখ নাহি চাই
« ওগো সুখ নাহি চাই
পরবর্তী:
ওঠো ওঠো মা গৌরী হিমানী আর নাই »
ওঠো ওঠো মা গৌরী হিমানী আর নাই »
biswajit banarjee
ওগো সুন্দর অপরূপ প্রিয়তম
ওগো নমঃ নমঃ প্রভু নমঃ নমঃ।।
জীবনের প্রতিকূলে তুমি অনুকূল
সকল ভুলের মাঝে তুমি নির্ভুল
(ওগো) আমার জীবনে তুমি অনুপম।।
সত্যের শ্রীহরি ত্রেতায় রাম
দ্বাপরে শ্রীকৃষ্ণ নবঘন শ্যাম
(ওগো) কলিতে শ্রীগৌরাঙ্গ পুরুষোত্তম।।
পতিত পাবন নর নারায়ণ
শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন
(ওগো) সাতশত সনাতন মনোরম।।
Sri Anil Chandra Barman.
ওগো সুন্দর অপরূপ প্রিয়তম- গানটির কথা এবং সুর মনোরম হয়েছে। কণ্ঠশিল্পীর কণ্ঠও মধুর হয়েছে। গানটি শুনে আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ। অনিল চন্দ্র বর্মণ, BA, Honours in mathematics. Teacher in mathematics. Morigaon: Assam, India.