পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ
দিনশেষে বৈকালী মিষ্টি শপথ
মোহনিয়া বন্ধু রে , আমি বালিকা
তোর লাগি গান গাই , গাঁথি মালিকা৷
আজ সন্ধ্যার শেষে খালি বিছানায়
আমি শোবো পাশে মোর কেউ শোবে না
তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না
সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়
সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়
দিন শেষে ধু ধু মাথ , ধু ধু মেঠো পথ
সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ ৷
আয় মিতেনি আজ রাতে , চাঁদ কুড়ানো মাঝরাতে
আবছ আলোর কান্নাতে , মুখ রেখে তুই ঝর্নাধারে আয়
আয় জোয়ানের মনজ্বালা , নাচ দিয়ে তুই গাঁথ মালা
ঝুমুর গেলাস মদ ঢালা , দে ছুঁড়ে দে তিনপাহাড়ীর গায়৷
আহা মাদল , মাতাল মাদল
বাজ্ল তোরি জন্যে লো
খুশির হাওয়া , পাগলা হাওয়া
ডাক দিল রাজকণ্যে লো
আয় কাছে আয় , মন দে লো , মন দে লো৷
মন দেলো , মন দে লো , মন দে লো৷
ঠোঁট কেন তোর কাঁপছে মেয়ে , বুক কেন তোর দুলছে
চোখ দুখানি লালচে , শরীর সাপের মতন দুলছে
কাকে মারবি ছোবল লো , কোন ছেলে তোর কি করল
মাদল ভেবে আজকে তোকে কেউ কি বাজাল ?
ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজাল৷
কেমন দিবি সাজা রে , আর যাবি না পাহাড়ে ……….
Leave a Reply