যদি আসে এমন দিন আমি হয়ে গেছি বিলীন
আকাশে ছড়িয়ে সুর সুমধুর
বহু দূর দূর বহুদূর
নহয় শতেক যোজন দূর
তবু শুনবে তুমি সেই সুর সুমধুর
মাইল এক দুই তিন বা চার
ডিঙ্গিয়ে সাগর পাহাড়
না হয় পাঁচশত মাইল দূর বহুদূর
বহু দূর দূর বহুদূর
নহয় শতেক যোজন দূর
তবু শুনবে তুমি সেই সুর সুমধুর
আদুর আদুর গায়ে চলে গেছি সুদুর গাঁয়ে
নেই কানা কড়ি যে ফিরি এতদূর
বহু দূর দূর বহুদূর
নহয় শতেক যোজন দূর
তবু থামবে না সেই সুর সুমধুর
অনুবাদ – অনুপ মুখপাধ্যায়
Leave a Reply